সংশ্লেষিক বা কৃত্রিম পলিমার কী?

সংশ্লেষিক বা কৃত্রিম পলিমার কী?

উত্তর : নিম্ন আণবিক ভরবিশিষ্ট যৌগ হতে সংশ্লেষণের মাধ্যমে অর্থাৎ কৃত্রিম উপায়ে যে সকল পলিমার প্রস্তুত করা হয় তাদেরকে সাংশ্লেষিক পলিমার বলা হয়। যেমন- পলিথিন, PVC, টেরিলিন ইত্যাদি সাংশ্লেষিক পলিমার।