সিল্ক কী?
উত্তর: সিল্ক একটি প্রাকৃতিক পলিমার। এটি এক ধরনের প্রোটিন তন্তু। এটি একটি পলিপেপটাইড ফাইবার যা চারটি অ্যামাইনো এসিড দ্বারা গঠিত। অ্যামাইনো এসিডগুলো হলো গ্লাইসিন, অ্যালানিন, সিরিনা ও টাইরোসিন। সিল্কের প্রায় 75% গ্লাইসিন ও অ্যালানিন। গ্লাইসিন ও অ্যালানিনের অনুপাত ২:১।