প্যারা হাইড্রোজেনকে অর্থো হাইড্রোজেনে রূপান্তর:

 

প্যারা রূপের চেয়ে অর্থো হাইড্রোজেন বেশি সুস্থিত এবং পরেরটির অর্থো রূপে পরিবর্তিত হওয়ার প্রবণতা থাকে। কয়েকটি শর্তে এ পরিবর্তন ঘটানো যায়। যেমন-

 

i) ৮০০° সে. তাপমাত্রায় একে উত্তপ্ত করে;

 

ii) এর মধ্যে বৈদ্যুতিক ডিসচার্জ প্রয়োগ করে;

 

iii) প্লাটিনাম প্রভাবক ব্যবহার করে;

 

iv) প্যারাম্যাগনেটিক অণু যেমন- অক্সিজেন বা নাইট্রোজেন পারঅক্সাইডের সাথে একে মিশিয়ে এবং

 

ⅴ) পারমাণবিক হাইড্রোজেনের সাথে মিশিয়ে।

 

দেখা গেছে যে, যখন পারমাণবিক হাইড্রোজেনকে প্যারা হাইড্রোজেনের সাথে সংঘর্ষ সহকারে মিশানো হয় তখন প্যারা হাইড্রোজেন অণুটি অর্থো রূপে পরিবর্তিত হয়।