ঘনীভবন পলিমার কী?
উত্তর : দুই বা ততোধিক কার্যকরীমূলক বিশিষ্ট মনোমার পরস্পর সংযুক্ত হয়ে সরল অণু অপসারণের মাধ্যমে যে সকল পলিমার উৎপন্ন হয় তাদেরকে ঘনীভবন পলিমার বলা হয়। যে প্রক্রিয়ায় এই পলিমার তৈরি হয় তাকে ঘনীভবন পলিমারকরণ বলা হয়। ঘনীভবন কালে সাধারণত H₂O, NH3, HCI ইত্যাদির অপসারণ ঘটে। যেমন- পলিস্টার, পলিঅ্যামাইড বাকেলাইট, মেলাজুর, নাইলন, পলিস্যাকারাইড, প্রোটিন, RNA, DNA ইত্যাদি হলো ঘনীভবন পলিমার