কার্বনের ক্যাটিনেশন ধর্ম কী? (What are the catenation properties of carbon?)
উত্তর: অন্যান্য মৌলের চেয়ে কার্বনের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য, হলো সুস্থিত সমযোজী বন্ধনের মাধ্যমে বহু মৌলের সাথে বিশেষ করে নিজের সাথে বিভিন্নভাবে যেমন সরল শিকলের মাধ্যমে বা শাখায়িত শিকলের মাধ্যমে বা যেকোনো প্রকার চক্রের মাধ্যমে যুক্ত হলে লাখ লাখ জৈব যৌগ গঠন করতে পারে। অন্যের সাথে কার্বনের স্বলিংকেজের মাধ্যমে যুক্ত হওয়ার এরূপ ধর্মকে কার্বনের ক্যাটিনেশন ধর্ম বলা হয়। একই সংখ্যক কার্বন বিভিন্নভাবে যুক্ত হয়ে বিভিন্ন যৌগ গঠন করতে পারে।