মধ্যম পরিবহন লাইনে ধ্রুবকগুলোর প্রভাব ব্যাখ্যা কর।

মধ্যম পরিবহন লাইনে ধ্রুবকগুলোর প্রভাব ব্যাখ্যা কর।

ট্রান্সমিশন লাইন ধ্রুবক (Constants)-গুলো হলো রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স ও ক্যাপাসিট্যান্স। নিম্নে এদের প্রভাবগুলো

 

বর্ণনা করা হলো-

 

১। লাইন রেজিস্ট্যান্সের প্রভাব (Effect of line resistance) : রেজিস্ট্যান্স নির্ভর করে পরিবাহীটি কোন ধাতুর তৈরি তার উপর। আমরা রেজিস্ট্যান্সের সূত্র হতে জানি, R। রেজিস্ট্যান্স-জনিত ইফেক্ট বলতে স্কিন ইফেক্ট, এডি কারেন্ট, হিসটেরেসিস, ডাই ইলেকট্রিক লস-জনিত বাধাকে বুঝায়।

 

২। লাইন ইন্ডাকট্যান্সের প্রভাব (Effect of line inductance) : যখন কোনো কন্ডাকটরের ভিতর দিয়ে এসি কারেন্ট প্রবাহিত হয়, তখন পরিবর্তনশীল ক্লাক্স কন্ডাকটরের সংস্পর্শে আসার কারণে কন্ডাকটরের সেল্ফ ইন্ডাকট্যান্স-এর সৃষ্টি হয়।

 

সেলফ ইন্ডাকট্যান্স একটি বৈদ্যুতিক সার্কিটের ধর্ম বা বৈশিষ্ট্য, যা সার্কিটে প্রদত্ত কারেন্টের পরিবর্তনের হারে একই সার্কিটে আবিষ্ট ইএমএফ নির্ধারণ করে। এর প্রতীক ।। আমরা রিয়্যাকট্যান্সের সূত্র হতে পাই, X₁ = 2xfl., এবং লাইন ড্রপ IX, (লাইনের রিয়্যাকটিভ ড্রপ), যেখানে । লাইনের কারেন্ট (অ্যাম্পিয়ারে)।

 

৩। লাইন ক্যাপাসিট্যান্সের প্রভাব (Effect of line capacitance) :আমরা জানি, যখন দুটি কন্ডাক্টরকে অপরিবাহী পদার্থ দ্বারা পৃথক করা হয় তখন সেখানে ক্যাপাসিটর গঠিত হয়। একইভাবে ওভারহেড ট্রান্সমিশন লাইনের দুটি কন্ডাক্টর যখন বায়ু দ্বারা পৃথক থাকে তখন এটি ক্যাপাসিটর হিসেবে কাজ করে।