লোড পাওয়ার কমে গেলে পরিবহন লাইনে কী সমস্যা হয়?

 

 

লোড পাওয়ার কমে গেলে পরিবহন লাইনে কী সমস্যা হয়?

উত্তর: লোড পাওয়ার কমার সাথে সাথে লাইনের মধ্যে ক্যাপাসিট্যান্সের প্রতিক্রিয়ায় লিডিং কারেন্ট প্রবাহিত হয়, ফলে গ্রহণ প্রান্তের ভোল্টেজের মান প্রেরক প্রান্তের ভোল্টেজের মান অপেক্ষা বেশি হয়ে থাকে ও ভোল্টেজ রেগুলেশনের মান নেগেটিভ হয়ে থাকে।