প্রান্তিক কন্ডেন্সার পদ্ধতি কী?
উত্তর: এ পদ্ধতিতে লাইনের মোট ক্যাপাসিট্যান্সকে লাইনের শেষ প্রান্তে অর্থাৎ গ্রহণ প্রান্তে একত্রীভূত অবস্থায় ধরা হয়।
লাইনের অন্য দুই ধ্রুবক যথাক্রমে রেজিস্ট্যান্স (R) ও ইন্ডাকটিভ রিয়্যাকট্যান্স (X))-এর প্রতিক্রিয়া সরবরাহ প্রান্তের সাপেক্ষে প্রতিফলন ঘটে।