NNP কী? উত্তর: মোট জাতীয় উৎপাদন থেকে মূলধনী যন্ত্রপাতির ক্ষয়ক্ষতিজনিত খরচ বা অবচয় ব্যয় বাদ দিলে যা পাওয়া যায়, তাকে বলা হয় নিট জাতীয় উৎপাদন (NNP)।
Day: January 31, 2024
হস্তান্তর পাওনা কী?
হস্তান্তর পাওনা কী? উত্তর: এক শ্রেণির নিকট থেকে অর্থ সংগ্রহ করে আরেক শ্রেণির হাতে তা স্থানান্তর করাকে হস্তান্তর পাওনা বলে।
ভোগ অপেক্ষক, C = 50+ 0.7Y হলে সঞ্চয় অপেক্ষক বের কর।
ভোগ অপেক্ষক, C = 50+ 0.7Y হলে সঞ্চয় অপেক্ষক বের কর। উত্তর Y=C+S বা, S-Y-C বা, SY-50+0.7Y S=0.3Y-50
স্বয়ম্ভূত ভোগ কী?
স্বয়ম্ভূত ভোগ কী? উত্তর: যে ভোগ আয়ের উপর নির্ভর করে না এবং আয়ের প্রতিটি স্তরে যে ভোগ সমান বা স্থির থাকে, তাকে বলা হয় স্বয়ম্ভূত ভোগ।
প্ররোচিত বিনিয়োগ বলতে কী বুঝ?
প্ররোচিত বিনিয়োগ বলতে কী বুঝ? উত্তর: যে বিনিয়োগ আয়ের উপর নির্ভরশীল কিংবা আয়ের হ্রাস- বৃদ্ধি দ্বারা প্রভাবিত হয়, তাকে বলা হয় প্ররোচিত বিনিয়োগ।
আন্তঃআয়হার নির্ণয়ের সূত্রটি লিখ।
আন্তঃআয়হার নির্ণয়ের সূত্রটি লিখ। উত্তর: কোন প্রকল্পে বিনিয়োগ করে তা থেকে ভবিষ্যতে যে আয় প্রত্যাশা করা হয় তাই হল IRR বা মূলধনের আন্তঃআয় হার।।
সংকীর্ণ মুদ্রা কাকে বলে?
সংকীর্ণ মুদ্রা কাকে বলে? উত্তর: ব্যাংকে রক্ষিত এবং জনগণের হাতের নগদ অর্থকে সংকীর্ণ অর্থ বা মুদ্রা বলে।
অর্থের মূল্য বলতে কী বুঝ?
অর্থের মূল্য বলতে কী বুঝ? উত্তর: একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দ্বারা যে পরিমাণ দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম ত্রয় করা যায় তাকেই অর্থের মূল্য বলা হয়।