উদ্বৃত্ত বাজেট কি?

          উত্তর: কোনো নির্দিষ্ট আর্থিক বছরে সরকারের পরিকল্পিত ব্যয় অপেক্ষা প্রত্যাশিত আয়ের পরিমাণ অধিক হলে তাকে উদ্বৃত্ত বাজেট বলে।          

GNP কখন GDP অপেক্ষা বড় হয়?

            GNP কখন GDP অপেক্ষা বড় হয়? উত্তর: যদি রপ্তানি (X) > আমদানি (M) হয় তখন GNP. GDP অপেক্ষা বড় হয়।    

চূড়ান্ত দ্রব্য বলতে কি বুঝ?

            উত্তর: যে সকল দ্রব্য উপকরণ হিসেবে ব্যবহৃত না হয়ে চূড়ান্তভাবে ভোগের উদ্দেশ্যে উৎপাদন হয়, সে সকল দ্রব্যকে চূড়ান্ত দ্রব্য বলে।

স্বল্পকালে APC এবং MPC-এর সম্পর্ক কি?

          উত্তর: স্বল্পকালে APC > MPC হয়। অর্থাৎ স্বল্পকালে APC বেশি হয়।            

মাথাপিছু আয় কি?

          চউত্তর: কোনো দেশের জাতীয় আয়কে সে দেশের * জনসংখ্যা দ্বারা ভাগ করলে মাথাপিছু আয় পাওয়া যায়।          

NAIRU-এর পূর্ণরূপ কি?

            উত্তর: NAIRU-এর পূর্ণরূপ হচ্ছে Non-accelerating Inflation Rate of Unemployment.