তারল্য ফাঁদ কি?

 

 

 

 

 

 

উত্তর: নিম্নতম সুদের হারে অর্থের ফটকা চাহিদা স্থিতিস্থাপক হয় এবং অর্থের ফটকা চাহিদা রেখার কিছু অংশ ভূমি অক্ষের সমান্তরাল হয়ে পড়ে। J. M. Keynes এই অবস্থাটিকে তারল্য ফাঁদ (Liquidity trap) বলে উল্লেখ করেছেন।