মোটর কাকে বলে?

            উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রুপান্তর করা যায় তাকে মোটর বলে।

দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য কী ধরনের ট্রান্সফর্মার ব্যবহার করা হয়?

              উত্তরঃ দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের জন্য আরোহী ট্রান্সফর্মার ব্যবহার করা হয়।

কার্যকর প্রবাহ কাকে বলে?

              উত্তরঃ পরিবাহী প্রবাহের গড় বর্গের বর্গমূল মানকে কার্যকর প্রবাহ বলে।

বাংলাদেশে এর মান কত?

            উত্তরঃ বাংলাদেশে বাড়ি ঘরে ব্যবহৃত  ভোল্টের এ.সি. তড়িৎ সরবরাহ করা হয় বলে ই এখানে এর মান নির্দেশ করে।

একমুখী প্রবাহ ডায়নামো কী?

              উত্তরঃ যে ডায়নামোর সাহায্যে একমুখী তড়িৎ প্রবাহ পাওয়া যায় তাকে একমুখী প্রবাহ ডায়নামো বলে।

তড়িচ্চালক শক্তির গড় বর্গের বর্গমূল মান কী?

              উত্তরঃ কোনো পূর্ণচক্রের বিভিন্ন সময়কার তড়িচ্চালক শক্তির বর্গের গড়ের বর্গমূলকে তড়িচ্চালক শক্তির গড় বর্গের বর্গমূল মান বলে।

বিস্তার কী?

            উত্তরঃ যেকোনো অভিমুখে তড়িচ্চালক শক্তি বা প্রবাহের সর্বোচ্চ মানকে বিস্তার বা শীর্ষমান বলে।

প্রবাহের কম্পাঙ্ক কী?

              উত্তরঃ পরিবর্তী তড়িচ্চালক শক্তি বা প্রবাহ প্রতি সেকেন্ডে যত সংখ্যক পরিবর্তী চক্র সম্পন্ন করে, তাকে উক্ত তড়িচ্চালক বল বা প্রবাহের কম্পাঙ্ক বলে।

ফ্লাস্ক ঘনত্ব কী?

            উত্তরঃ কোনো বিন্দুর চারপাশে একক ক্ষেত্রফল নিয়ে অতিক্রমকারী চৌম্বক ফ্লাস্ককে ঐ বিন্দুতে ঐ তলের লম্ব বরাবর ফ্লাক্স ঘনত্ব বলে।

তড়িৎ চুম্বকীয় আবেশ কী?

                উত্তরঃ একটি গতিশীল চুম্বক বা একটি গতিশীল তড়িৎবাহী কুন্ডলীর সাহায্যে অন্য একটি বদ্ধ বর্তনীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক বল তথা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়ার…