একমুখী প্রবাহ কী?

              উত্তরঃ সময়ের সাথে যে প্রবাহের দিক অপরিবর্তিত থাকে তাই একমুখী প্রবাহ।

স্বকীয় আবেশ গুণাঙ্ক কাকে বলে? [য.বো.-১৯, সি.বো.-১৯]

            উত্তরঃ কোনো কুন্ডলীতে একক তড়িৎ প্রবাহিত হলে কুন্ডলিতে সংযুক্ত মোট চৌম্বক ফ্লাস্ককে ঐ কুন্ডলীর স্বকীয় আবেশ গুণাঙ্ক বলে।

আবেশহীন কুন্ডলী কাকে বলে?

            উত্তরঃ যে কুন্ডলীর মধ্যে তড়িৎ প্রবাহ পরিবর্তন করা হলে তাতে তড়িচ্চালক বল আবিষ্ট হয় না তাকে আবেশহীন কুন্ডলী বলে।

ট্রান্সফর্মার কাকে বলে?

            উত্তরঃ যে যন্ত্রের সাহায্যে পরিবর্তী বিভবকে অপেক্ষাকৃত উচ্চ বা নিম্ন বিভবে পরিণত করা যায় তাকে রুপান্তরক বা ট্রান্সফর্মার বলে।

পরিবর্তী প্রবাহের গড় মান কত?

            উত্তরঃ পরিবর্তী প্রবাহের শীর্ষমানের 0.637 গুনক গড় মান বলে।

ডায়নামো কাকে বলে?

            উত্তরঃ যে যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রুপান্তর করে তাকে জেনারেটর বা ডায়নামো বলে।

আকৃতি গুণাঙ্ক কাকে বলে?

            উত্তরঃ দিক পরিবর্তী তড়িচ্চালক শক্তি বা প্রবাহমাত্রার গড় বর্গের বর্গমূল মান এবং গড় মানের অনুপাতকে আকৃতি গুণাঙ্ক বলে।

ডায়নামোতে আবিষ্ট তড়িৎ প্রবাহের মান কিসের উপর নির্ভর করে?

              উত্তরঃ আবিষ্ট তড়িৎপ্রবাহের মান কুন্ডলীর পাকসংখ্যা, চুম্বকের শক্তি এবং আবর্তন বেগের উপর নির্ভর করে।

বৈদ্যুতিক যন্ত্রপাতি কী?

            উত্তরঃ তড়িৎবিজ্ঞানে আমরা যেসব যন্ত্রপাতি ব্যবহার করি, তাদেরকে বৈদ্যুতিক যন্ত্রপাতি বলে।

তড়িৎ ক্ষেত্রের বিভব ও প্রাবল্যের মধ্যে সম্পর্ক লেখ।

              উত্তরঃ তড়িৎ ক্ষেত্রের বিভব  এবং প্রাবল্য  হলে  অর্থাৎ, বিভব=প্রাবল্য  দূরত্ব।