মুক্ত ইলেকট্রন কী?

            উত্তরঃ পরমাণুর সর্ববহিঃস্থ শক্তিস্তরের ইলেকট্রনের সাথে নিউক্লিয়াসের আকর্ষণ বল অনেক কম থাকে বলে এর ইলেকট্রন সহজেই পরমাণু থেকে মুক্ত হয়ে তড়িৎ পরিবহনে অংশ নেয়।…

তুল্য ধারকত্ব কাকে বলে?

          উত্তরঃ ধারকের সমবায়ের পরিবর্তে যে একটি মাত্র ধারক ব্যবহার করলে সমবায়ের বিভব পার্থক্য ও আধানের কোনো পরিবর্তন হয় না তার ধারকত্বকে সমবায়ের তুল্য ধারকত্ব বলে।

কুলম্ব আধানের সংজ্ঞা দাও।

            উত্তরঃ দুটি সম মানের চার্জ শূন্য মাধ্যমে  মিটার দূরে অবস্থান করে পরস্পরের উপর  বল প্রয়োগ করলে ঐ চার্জ দুটির প্রত্যককে  কুলম্ব বলে।

তড়িৎ বলরেখা কাকে বলে?

              উত্তরঃ তড়িৎক্ষেত্রে স্থাপিত একটি একক ধনাত্মক চার্জ স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমণ করে তাকে তড়িৎ বলরেখা বলে।

কোনো ধারকে চার্জ প্রদান করলে বিভবের কি পরিবর্তন হয়?

            উত্তরঃ কোনো ধারকে যতই চার্জ প্রদান করা হয় ততই তার বিভব বৃদ্ধি পায়।

গোলাকার পরিবাহীর অভ্যন্তরে প্রাবল্যের মান কত?

              উত্তরঃ গোলাকার পরিবাহীর অভ্যন্তরে প্রাবল্যের মান শূন্য।

অন্তরিত অপরিবাহী কী?

              উত্তরঃ তড়িৎ সংক্রান্ত কাজে যে সকল পদার্থ সংযোজক হিসেবে ব্যবহৃত হয় সেগুলোই অন্তরিত অপরিবাহী।

সমবিভব তলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কোন দিকে ক্রিয়া করে?

              উত্তরঃ সমবিভব তলের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ঐ তলের সাথে লম্বভাবে ক্রিয়া করে।

তড়িৎ দ্বিমেরু ভ্রামক কাকে বলে?

            উত্তরঃ কোনো একটি তড়িৎ দ্বিমেরুর যেকোনো একটি আধানের পরিমাপ ও তাদের মধ্যবর্তী দূরত্বের গুণফলকে দ্বিমেরু ভ্রামক বলে।

দ্বিতাড়িৎ ধ্রুবক(dielectric constant) কাকে বলে?

            উত্তরঃ একই দূরত্বে দুটি নির্দিষ্ট বিন্দু চার্জের মধ্যে শূন্য মাধ্যমে ক্রিয়াশীল তড়িৎ বল এবং কোনো দ্বিতাড়িত মাধ্যমে ক্রিয়াশীল তড়িৎ বলের অনুপাতকে ঐ মাধ্যমের দ্বিতাড়িৎ…