ট্রান্সমিশন মিডিয়া নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য ফ্যাক্টরসমূহের নাম লেখ।

ট্রান্সমিশন মিডিয়া নির্বাচনের ক্ষেত্রে বিবেচ্য ফ্যাক্টরসমূহের নাম লেখ।

উত্তর: ট্রান্সমিশন মিডিয়া নির্বাচনের ক্ষেত্রে নিম্নের ফ্যাক্টরসমূহ বিবেচনা করা হয়-

(ক) ব্যান্ডউইডথ (Bandwidth)

(খ) কানেকটিভিটি (Connectivity)

(গ) জিওগ্রাফিক কাভারেজ (Geographic coverage)

(ঘ) নয়েজ ইমিউনিটি (Noise immunity)।