XeF2 , XeF4 , XeF6 কে আর্দ্রবিশ্লেষিত করলে কী ঘটে সমীকরনসহ লেখো।

 

 

 

 

উঃ- (1) XeF2 জলের উপস্থিতিতে আর্দ্রবিশ্লেষিত হয়ে অক্সিজেন উৎপন্ন করে।

 

2XeF2 + 2H2O → 2Xe + 4HF + O2

 

(2) XeF4 জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে এবং ডিসপ্রোপরসনেশন বিক্রিয়ার মাধ্যমে জেনন এবং জেনন ট্রাই অক্সাইডে পরিণত হয়।

 

 

 

6XeF+ 12H2O → 4Xe + 2XeO3 + 24HF + 3O2

(3) XeF6 জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে HF ও জেনন ট্রাই অক্সাইড গঠন করে।

XeF6 + 3H2O → XeO3 + 6HF