ব্যাখ্যা করোঃ জেনন ফ্লোরাইডে সর্বদা যুগ্ম সংখ্যাক F পরমানু থাকে।

 

 

 

 

 

 

 

উঃ- Xe পরমানুর বহিঃস্থ কক্ষের ইলেকট্রন বিন্যাসঃ 5s2 5p6

স্থিতাবস্থায়,

প্রথম উদ্দিপ্ত অবস্থায়,

প্রথম উদ্দিপ্ত অবস্থা (অযুগ্ম ইলেকট্রনঃ 2, জারণ অবস্থাঃ 2) জেনন শুধুমাত্র +2, +4, +6 এবং +8 জারণ স্তর প্রদর্শন করতে পারে। দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ উদ্দিপ্ত অবস্থায় জেনন এর অযুগ্ম ইলেকট্রন সংখ্যা এবং সমযোজ্যতা যথাক্রমে 4, 6, এবং 8 হবে। ফলে Xe শুধুমাত্র XeF2, XeF4 এবং XeF6 গঠন করে। কিন্তু স্টেরিক হিন্ড্রেন্স এর কারনে XeF8 গঠিত হয় না।