DNA এবং RNA এর মধ্যে পার্থক্য লেখো।

 

 

 

 

 

 

 

উত্তরঃ-

DNA RNA
পেন্টোজ সুগার হিসেবে ডি-অক্সিরাইবোজ থাকে। পেন্টোজ সুগার হিসেবে রাইবোজ থাকে।
নাইট্রোজেন বেস হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও থাইমিন। নাইট্রোজেন বেস হিসেবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন ও ইউরাসিল।
এর শৃঙ্খল দ্বিতন্ত্রী। এর শৃঙ্খল প্রধানত একতন্ত্রী।
বংশগতির ধারক ও বাহক। এটি প্রোটিন সংশ্লেষে সাহায্য করে।