প্রশম, আম্লিক ও ক্ষারীয় অ্যামিনো অ্যাসিড কাদের বলে? উদাহরণ দাও।

 

 

 

 

 

 

 

উত্তরঃ- প্রশম অ্যামিনো অ্যাসিডঃ-

যেসব অ্যামিনো অ্যাসিড অণুতে একটি -NH2 এবং একটি -COOH গ্রুপ থাকে তাদের প্রশম অ্যামিনো অ্যাসিড বলে। যেমন- গ্লাইসিন (NH2-CH2-COOH), অ্যালানিন [NH2-CH(CH3)-COOH],ভ্যালিন [(CH3)2CH-CH(NH2)-COOH] ।

আম্লিক অ্যামিনো অ্যাসিডঃ- যেসব অ্যামিনো অ্যাসিড অণুতে একটি -NH2 এবং একাধিক -COOH গ্রুপ থাকে তাদের প্রশম অ্যামিনো অ্যাসিড বলে। যেমন- অ্যাসপারটিক অ্যাসিড (HOOC-CH2-CH(NH2)-COOH), গ্লূটামিক অ্যাসিড [H2N-CO-CH2CH2-CH(NH2)COOH]।

ক্ষারীয় অ্যামিনো অ্যাসিডঃ-

যেসব অ্যামিনো অ্যাসিড অণুতে একটি -COOH গ্রুপ এবং একাধিক -NH2 গ্রুপ থাকে তাদের প্রশম অ্যামিনো অ্যাসিড বলে। যেমন- লাইসিন [H2N-CH2CH2CH2CH2-CH(NH2)-COOH], হিস্টিডিন ()।