কোন ভিটামিন অণুতে একটি সন্ধিগত মৌলের পরমানু থাকে?

              উত্তরঃ- ভিটামিন B12 , সন্ধিগত মৌলটি হল কোবাল্ট (Co) ।

মোম কী ?

            উত্তরঃ- উচ্চ আণবিক ভরবিশিষ্ট অ্যালকোহল এবং ফ্যাটি অ্যাসিড থেকে উৎপন্ন এস্টারই হলো মোম। এগুলি সবচেয়ে সরল হাইড্রোলাইজেবল লিপিড।

কোন হরমোন রক্তে গ্লূকোজের মাত্রা বৃদ্ধি করে?

              উত্তরঃ- গ্লূকাগন।

হরমোন কী ? একটি প্রোটিনধর্মী ও একটি স্টিরয়েডধর্মী হরমোনের উদাহরণ দাও।

            উত্তরঃ- অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত রাসায়নিক পদার্থ যারা রক্তস্রোতের মাধ্যমে শরীরে বিভিন্ন অঙ্গ ও টিসুতে গিয়ে বিভিন্ন ধরনের বিপাকীয় প্রক্রিয়াকে নিয়ন্ত্রন করে, তাদের হরমোন বলে।…

মানবদেহে কোন স্টেরয়েডটির প্রাচুর্য বেশি?

            উত্তরঃ- কোলেস্টেরল।

হাইপারথাইরয়েডিজম কী?

            উত্তরঃ- শরীরে থাইরক্সিনের মাত্রা বেড়ে গেলে গলগণ্ড রোগ হয়, একেই হাইপারথাইরয়েডিজম বলে।

হাইড্রোলাইজেবল লিপিড ও নন- হাইড্রোলাইজেবল লিপিডের উদাহরণ দাও।

              উত্তরঃ- হাইড্রোলাইজেবল লিপিডঃ- যেসব লিপিড আর্দ্রবিশ্লেষিত হয়ে ছোটো অণুতে বিয়োজিত হতে পারে, তাদের হাইড্রোলাইজেবল লিপিড বলে। যেমন- স্পারমাসিটি, সিটাইল পামিটেট। নন- হাইড্রোলাইজেবল লিপিডঃ- যেসব…

ইনসুলিনের একটি ব্যবহার লেখো।

              উত্তরঃ- ইনসুলিন রক্তে গ্লূকোজের মাত্রা হ্রাস করে।

ভিটামিন A, D, E, K এর কাজ লেখো।

              উত্তরঃ- ভিটামিন A – রাতকানা রোগ প্রতিরোধ করে।   ভিটামিন D – শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে।   ভিটামিন E – মেয়েদের বন্ধ্যাত্ব…

রাসায়নিক গঠনের ভিত্তিতে হরমোনকে কয়ভাগে ভাগ করা যায় ও কি কি ?

            উত্তরঃ- রাসায়নিক গঠনের ভিত্তিতে হরমোনকে তিনটি ভাগে ভাগ করা হয়। ১) স্টেরয়েড ২) প্রোটিন বা পলিপেপ্টাইড ৩) অ্যামিন।