.
উঃ-
হোমো -পলিমার | কো-পলিমার |
যেসব পলিমার অণুর শৃঙ্খল একপ্রকার মনোমার অণু দিয়ে গঠিত, তাদের স্ব -পলিমার বা হোমো-পলিমার বলে। | যেসব পলিমার অণুর শৃঙ্খল একাধিক ভিন্ন ভিন্ন মনোমার দিয়ে গঠিত, তাদের সহ- পলিমার বা কো-পলিমার বলে। |
হোমো-পলিমারে পলিমার অণুর শৃঙ্খল একই প্রকার মনোমার দ্বারা গঠিত। | কো-পলিমারে পলিমার অণুর শৃঙ্খল একে বেশি ভিন্ন মনোমার অণুর দ্বারা গঠিত। |
হোমো-পলিমারে একটিমাত্র পুনরাবৃত্তি একক বর্তমান। | কো-পলিমারে একের বেশি পুনরাবৃত্তি একক বর্তমান। |
যেম্ন- ইথেনের হোমো পলিমার হল পলিথিন। | যেমন- 1,3-বিউটাডাইইন ও স্টাইরিনের কো-পলিমার হল Buna-S |