রাইমার-টিম্যান বিক্রিয়া (Reimer-Tiemann Reaction)

 

 

 

 

 

 

 

ফেনলকে অ্যালকোহলীয় NaOH বা KOH এর উপস্থিতিতে ক্লোরোফর্মের সঙ্গে রিফ্লাক্স করিয়ে আদ্রবিশ্লেষণ করলে 2-হাইড্রক্সিবেঞ্জ্যাল্ডিহাইড তথা স্যালিস্যালডিহাইড উৎপন্ন হয়। এই বিক্রিয়াটিকে রাইমার-টিম্যান বিক্রিয়া বলে।

বিক্রিয়াটিতে যদি ক্লোরোফর্মের পরিবর্তে কার্বনটেট্রাক্লোরাইড ব্যবহার করা হয়, তাহলে স্যালিসাইলিক অ্যাসিড পাওয়া যায়।