মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব অ্যানিলিনের ক্ষারকত্ব অপেক্ষা বেশি কেন?

 

 

 

 

 

 

উঃ- অ্যানিলিন অণুতে N-পরমানুর নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয়ের পাই (π)- ইলেকট্রনের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করতে পারে, তাই -পরমানুর ইলেকট্রন দানের প্রবণতা কমে যায়। কিন্তু মিথাইল অ্যামিনের ক্ষেত্রে -CH3 গ্রুপের +I প্রভাব -পরমানুর ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে ফলে N-পরমানুর ইলেকট্রন দানের প্রবণতা বাড়ায়। অর্থাৎ মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব অ্যানিলিন অপেক্ষা বেশি হয়।