মিথাইল অ্যামিন ও মিথাইল সায়ানাইডের মধ্যে কোনটি বেশি আম্লিক এবং কেন?

 

 

 

 

 

 

 

উঃ- মিথাইল অ্যামিন (CH3-NH2) এবং মিথাইল সায়ানাইডের (CH3-CN) নাইট্রোজেন পরমানু দুটি যথাক্রমে sp3 এবং sp সংকরায়িত। sp3 সংকরায়িত N পরমানু অপেক্ষা sp সংকরায়িত N পরমানুর তড়িৎ ঋণাত্মকতা বেশি। সুতরাং, মিথাইল সায়ানাইডের N পরমানু অপেক্ষা মিথাইল অ্যামিনের N পরমানু ওপর ইলেকট্রনের ঘনত্ব বেশি থাকে। এছাড়া মিথাইল অ্যামিনের N পরমানুর সঙ্গে সরাসরি একটি ইলেকট্রন বিকর্ষী মিথাইল গ্রুপ যুক্ত থাকার ফলে N পরমানতে ইলেকট্রন ঘনত্বের মান আরও বেশি হয়। স্বভাবতই মিথাইল অ্যামিনের ক্ষারকত্ব বেশি। অর্থাৎ মিথাইল সায়ানাইড বেশি আম্লিক।