প্রাকৃতিক রাবারের ভালকানাজেশনে সালফারের ভূমিকা কী?

 

 

 

 

 

 

 

 

উঃ- প্রাকৃতিক রাবার হল থার্মোপ্লাস্টিক পলিমার যা অত্যন্ত নমনীয় এবং কম স্থিতিস্থাপক যা ব্যবহার করা অসুবিধাজনক। ভালকানাজেশনে পলিমার শৃঙ্খলগুলির মধ্যে সালফার পরমানুর আড়াআড়ি বন্ধন গঠিত হয়, ফলে রাবার বেশি স্থিতিস্থাপক থার্মোসেটিং পলিমারে পরিণত হয় যা সহজে ব্যবহার করা যায়। 16. গাটা পার্চা কী ? এর ব্যবহার লেখো।

উঃ- ট্রান্স-পলিআইসোপ্রিন কে গাটা পার্চা বলে। এটি গলফ বল, সাবমেরিন কেবলস প্রভৃতি প্রস্তুতিতে ব্যবহৃত হয়।