ডাই ইথাইল ইথার ক্ষারে অদ্রাব্য কিন্তু ঘন HCl এ দ্রাব্য- ব্যাখ্যা করো।

 

 

 

 

 

 

 

উঃ- ইথারগুলি লুইস ক্ষারক হিসেবে ক্রিয়া করে বলে ক্ষারের সঙ্গে বিক্রিয়া করে না, ফলে এরা ক্ষারে দ্রবীভূত হয় না। অন্যদিকে, ইথারগুলি ঘন অজৈব অ্যাসিড, যেমন, HCl, H2SO4 এর সঙ্গে বিক্রিয়ায় অক্সোনিয়াম লবণ গঠন করে অ্যাসিডে দ্রবীভূত হয়। এই কারনে ডাই ইথাইল ইথার ক্ষারে অদ্রাব্য কিন্তু ঘন HCl এ দ্রাব্য হয়।