জৈব অবিশ্লেষ্য পলিমার (Non-Biodegradable) কী ? একটি উদাহরণ দাও।

 

 

 

 

 

 

 

উঃ- যেসব পলিমার মৃত্তিকা পরিবেশে উপস্থিত বিভিন্ন অণুজীব, যেমন- ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদির দ্বারা বিশ্লিষ্ট হয়ে সরল অজৈব অণুতে রূপান্তরিত হয় না, তাদের জৈব অবিশ্লেষ্য পলিমার বলে। যেমন- পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন।