ক্লোরোবেঞ্জিনের দ্বিমেরু ভ্রামক সাইক্লোহেক্সাইল ক্লোরাইড অপেক্ষা কম কেন?

 

 

 

 

 

 

 

উঃ- সাইক্লোহেক্সাইল ক্লোরাইড অণুতে Cl পরমানুর -I প্রভাবজনিত শক্তিশালী ভ্রামক ক্রিয়া করে। ফলে অণুটি ধ্রুবীয় হয় ও এর দ্বিমেরু ভ্রামক তুলনামূলক ভাবে বেশি হয়। অন্যদিকে, ক্লোরোবেঞ্জিনের অণুতে Cl পরমানুটি অপেক্ষাকৃত বেশি তড়িৎ ঋণাত্মক sp2 সংকরায়িত কার্বনের সঙ্গে যুক্ত থাকায় এর -I প্রভাবজনিত ভ্রামক কিছুটা কম শক্তিশালী এবং তা আবার এর দুর্বল +R (কারন কার্বন ও Cl এর p অর্বিট্যালের আকার ভিন্ন) প্রভাবজনিত ভ্রামক দ্বারা কিছুটা প্রশমিত হয়। ফলে অণুটি ধ্রুবীয় হলেও এর দ্বিমেরু ভ্রামক সাইক্লোহেক্সাইল ক্লোরাইড অপেক্ষা কম হয়।