উদাহরনসহ সংজ্ঞা দাওঃ প্রাকৃতিক পলিমার, কৃত্রিম পলিমার এবং অর্ধকৃত্রিম পলিমার।

 

 

 

 

 

 

 

উঃ- প্রাকৃতিক পলিমারঃ প্রকৃতি থেকে প্রাপ্ত পলিমারগুলিকে সাধারনভাবে প্রাকৃতিক পলিমার বলে। যেমন- প্রাকৃতিক রাবার, স্টার্চ, সেলুলোজ, প্রোটিন ইত্যাদি।

কৃত্রিম পলিমারঃ রসায়াগারে বা শিল্পে কৃত্রিমভাবে সংশ্লেষিত পলিমারগুলিকে কৃত্রিম পলিমার বলে। যেমন- পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, নাইলন, টেরিলিন, পলিস্টাইরিন ইত্যাদি।

অর্ধকৃত্রিম পলিমারঃ প্রকৃতিজাত পলিমারের রাসায়নিক রূপান্তরের মাধ্যমে যে পলিমার উৎপন্ন হয়, তাদের অর্ধকৃত্রিম পলিমার বলে। যেমন- সেলুলোজ নাইট্রেট, সেলুলোজ অ্যাসিটেট ইত্যাদি।