অ্যালকোহলের সঙ্গে ডায়াজোমিথেনের বিক্রিয়ায় লুইস অ্যাসিড যোগ করা হয় কেন?

 

 

 

 

 

 

 

উঃ- অ্যালকোহলের সঙ্গে ডায়াজোমিথেনের মিথিলেশন বিক্রিয়ার সময় সাবস্ট্রেটে অবশ্যই আম্লিক হাইড্রোজেন উপস্থিতি থাকা প্রয়োজন। লুইস অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকোহলের আম্লিকতা যথেষ্ট পরিমানে বৃদ্ধি পায়। তাই অ্যালকোহলের সঙ্গে ডায়াজোমিথেনের বিক্রিয়ায় লুইস অ্যাসিড যোগ করা হয়।