উঃ-
SN2 | SN1 |
একটি মাত্র ধাপে সম্পন্ন হয়। | দুটি ধাপে সম্পন্ন হয়। |
এটি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। | এটি প্রথম ক্রম বিক্রিয়া। |
আণবিকতা দুই। | আণবিকতা দুই। |
এক্ষেত্রে নিউক্লিওফাইলটি বিক্রিয়ায় অংশগ্রহনকারী সাবস্ট্রেটের অন্তর্গত লিভিং গ্রুপের বিপরীত দিক থেকে আক্রমণ করে। | নিউক্লিওফাইল বিক্রিয়ার প্রথম ধাপে উৎপন্ন অন্তর্বতী কার্বোক্যাটায়নটিকে যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে। |
ইনভারশন অফ কনফিগারেশন ঘটে। | রেসিমাইজেশন ঘটে। |
পোলার অ্যাপ্রোটিক দ্রাবক বিক্রিয়ার পক্ষে অনুকুল। | পোলার প্রোটিক দ্রাবক বিক্রিয়ার পক্ষে অনুকুল। |