SN2 এবং SN1 বিক্রিয়ার মধ্যে পার্থক্য লেখো।

 

 

 

 

 

 

 

 

উঃ-

SN2 SN1
একটি মাত্র ধাপে সম্পন্ন হয়। দুটি ধাপে সম্পন্ন হয়।
এটি দ্বিতীয় ক্রম বিক্রিয়া। এটি প্রথম ক্রম বিক্রিয়া।
আণবিকতা দুই। আণবিকতা দুই।
এক্ষেত্রে নিউক্লিওফাইলটি বিক্রিয়ায় অংশগ্রহনকারী সাবস্ট্রেটের অন্তর্গত লিভিং গ্রুপের বিপরীত দিক থেকে আক্রমণ করে। নিউক্লিওফাইল বিক্রিয়ার প্রথম ধাপে উৎপন্ন অন্তর্বতী কার্বোক্যাটায়নটিকে যে কোনো দিক থেকে আক্রমণ করতে পারে।
ইনভারশন অফ কনফিগারেশন ঘটে। রেসিমাইজেশন ঘটে।
পোলার অ্যাপ্রোটিক দ্রাবক বিক্রিয়ার পক্ষে অনুকুল। পোলার প্রোটিক দ্রাবক বিক্রিয়ার পক্ষে অনুকুল।