DDT এর পরিবেশগত প্রভাব লেখো।

 

 

 

 

 

 

উঃ- DDT অত্যন্ত সুস্থিত যৌগ এবং বহুবছর ধরে এটি মাটিতে থেকে যায়। কৃষিকাজে ব্যবহৃত DDT ক্রমশ বৃষ্টির জলের সাথে বাহিত হয়ে জলাশয় ও নদীতে দূষণ ঘটায়। মাছ ও জলচর প্রাণীর পক্ষে DDT অতিশয় ক্ষতিকারক বস্তু। মাছের শরীরে DDT সঞ্চিত হয়ে থাকতে পারে এবং মাছের মাধ্যমে মানুষের শরীরে এর প্রবেশ ঘটে । DDT থেকে উৎপন্ন DDD এবং DDE জলজ প্রাণীর পক্ষে আরও বেশি ক্ষতিকারক।