উঃ-
��3��→অ্যালকোহল������3��+����
��3��→অ্যালকোহল�����3��+���
সায়ানাইড আয়ন (CN–) একটি অ্যাম্বিডেন্ট নিউক্লিওফাইল। AgCN এর উপস্থিতিতে বিক্রিয়াটি SN1 পথে সংঘটিত হয় কারণ Ag+ ব্রোমিনের সঙ্গে যুক্ত হয়ে AgBr অধঃক্ষিপ্ত করে এবং CN– এর N পরমানুটি অ্যালকিল গ্রুপের সঙ্গে যুক্ত হয়ে CH3NC উৎপন্ন করে।
অপরদিকে, KCN ব্যবহার করলে বিক্রিয়াটি SN2 বিক্রিয়া কৌশলের মাধ্যমে ঘটে কারণ Ag+ এর মত K+ আয়ন C-Br বন্ধন ভাঙতে পারে না। তাই CN– আয়ন এক্ষেত্রে অধিক নিউক্লিওফিলিক C পরমানু দ্বারা CH3 -Br কে আক্রমণ করে এবং CH3 -CN উৎপন্ন হয়।