উঃ- C6H5Cl যৌগে ক্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বেঞ্জিন বলয়ের π ইলেকট্রনের সঙ্গে রেজোনেন্সে অংশগ্রহণ করে বলে C-Cl বন্ধন কিছুটা দ্বি-বন্ধন চরিত্র লাভ করে। ফলে C-Cl বন্ধনটি দৃঢ় হয় এবং Cl পরমানুটি সহজে বলয় থেকে অপসারিত হয় না। তাই ক্লোরোবেঞ্জিনের আর্দ্রবিশ্লেষণ সহজে ঘটে না।
অপরদিকে, মিথাইল ক্লোরাইড (CH3Cl) যৌগে C-Cl বন্ধনের দ্বিবন্ধন চরিত্র লাভের কোনো সম্ভবনা তৈরী হয় না। তাই মিথাইল ক্লোরাইড সহজেই আর্দ্রবিশ্লেষিত হয়।
��3+����→Δ��3��+����