পলিমার (Polymers) ও মনোমারের সংজ্ঞা দাও।

 

 

 

 

 

 

 

উঃ- অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু রাসায়নিকভাবে পরপর যুক্ত হয়ে যে শৃঙ্খল বিশিষ্ট বৃহদাকার অণু গঠন করে (আণবিক গুরুত্ব 10000 থেকে কয়েক লক্ষ) , তাকে পলিমার (Polymers) বলে। যেসব ক্ষুদ্র অণু থেকে পলিমার গঠিত হয়, তাদের প্রত্যেকটিকে মনোমার বলে।