উঃ- o-প্রতিস্থাপিত অ্যানিলিন অর্থো-এফেক্টের জন্য সাধারণত মৃদু ক্ষারকীয় হয়। m-মিথোক্সি অ্যানিলিনের ক্ষেত্রে m অবস্থানের -OCH3 গ্রুপ এর -I ও -R প্রভাবের জন্য ক্ষারকীয়তা সবচেয়ে কম। কিন্তু p প্রতিস্থাপিত -OCH3 গ্রুপের জন্য +R প্রভাব কার্যকরী হওয়ায় ক্ষারকীয়তা সর্বাধিক। তাই, ক্ষারকীয়তার ক্রম হলো – (i) > (ii) > (iii) > (iv)