ক্ষারকত্বের ঊর্দ্ধক্রমে সাজাও। Organic Compounds Containing Nitrogen

 

 

 

 

 

 

 

 

উঃ- অর্থো প্রভাবের দরুন অর্থো-টলুইডিনের ক্ষারকীয়তা অ্যানিলিন অপেক্ষা কম হয়। অপরদিকে, মিথাইল (-CH3 ) গ্রুপের +I প্রভাবের ফলে এর মেটা-টলুইডিনের ক্ষারকীয়তা অ্যানিলিন অপেক্ষা কিছুটা বেশি হয়। আবার, মিথাইল (-CH3 ) গ্রুপের +I প্রভাব ও হাইপারকনজুগেটিভ প্রভাবের ফলে প্যারা-টলুইডিনের ক্ষারকীয়তা, মেটা-টলুইডিনের থেকে বেশি হয়।

 

অর্থাৎ ক্ষারকত্বের ক্রম হবে- (i) < (iii) < (ii) < (iv)