ক্লোরোফর্মকে কীভাবে সংরক্ষণ করা হয়?

 

 

 

 

 

 

 

উঃ- আলোক ও বায়ুর উপস্থিতিতে ক্লোরোফর্ম ধীরে ধীরে জারিত হয়ে অতি বিষাক্ত ফসজিনে (কার্বনিল ক্লোরাইড) পরিণত হয়। ফসজিনের উৎপত্তি রোধ করার জন্য বায়ু ও আলোকের অনুপস্থিতি প্রয়োজন। একারনে সামান্য পরিমান (1%) বিশুদ্ধ ইথাইল অ্যালকোহল মিশিয়ে গাঢ় বাদামি রঙের বোতলে বায়ুনিরুদ্ধভাবে অন্ধকারময় শীতল স্থানে ক্লোরোফর্মকে সংরক্ষণ করা হয়। ইথাইল অ্যালকোহল জারক রোধক হিসেবে কাজ করে।

2����3+�2→ℎ�2����2(ফসজিন)+2���