ইদানিং DDT এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে কেন?

 

 

 

 

 

 

 

উঃ- ক্লোরিন ঘটিত এই কীটনাশক মানুষ এবং অন্যান্য জীবজন্তুর পক্ষে যথেষ্ট ক্ষতিকারক। সব্জি, খাদ্য-দ্রব্য, নিশ্বাসের মাধ্যমে এবং দ্রবীভূত অবস্থায় ত্বকের মাধ্যমে DDT মানবদেহে প্রবেশ করে। এটি সম্পূর্ন বায়োডিগ্রেডেবল নয় বলে দেহে বিপাক ক্রিয়ার মাধ্যমে দ্রুত বিয়োজিত হয় না। পরিবর্তে এটি চর্বিতে দ্রবীভূত হওয়ায় তাতে জমতে থাকে। বহুদিন ধরে এই কীটনাশক দেহে প্রবেশের ফলে লিভার, কিডনি ও স্নায়ুতিন্ত্র যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। DDT এর বিষক্রিয়ায় মানুষের লিভার ও প্যানক্রিয়াসের ক্যানসার হতে পারে। DDT এর ক্ষতিকারক প্রকৃতির জন্যে এর ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।