ইথানলে গাঢ় H2SO4 এবং NaI যোগ করে উত্তপ্ত করলে ইথাইল অয়োডাইড উৎপন্ন হবে কিনা যুক্তিসহ লেখো।

 

 

 

 

 

 

 

 

উঃ- I একটি ভালো লিউক্লিওফাইল হয়া সত্বেও এর দ্বারা শক্তিশালী ক্ষারক তথা নিকৃষ্ট লিভিং গ্রুপ OH- এর প্রতিস্থাপন হয় না। গাঢ় H2SO4 এর উপস্থিতিতে ইথানলের -OH গ্রুপটি –+OH2 গ্রুপে পরিণত হয়। H2O একটি দূর্বল ক্ষারক কিন্তু উৎকৃষ্ট লিভিং গ্রুপ হওয়ায় I দ্বারা সহজেই প্রতিস্থাপিত হয়। এই কারনে শুধুমাত্র ইথানলের সঙ্গে NaI যোগ করে উত্তপ্ত করলে ইথাইল আয়োডাইড উৎপন্ন হয় না। কিন্তু গাঢ় H2SO4 এর উপস্থিতিতে সহজেই ইথাইল আয়োডাইড উৎপন্ন হয়।

��3��2��→Δগাঢ়�2��4��3��2−+��2��3��2−+��2+�−→��3��2�+�2�