লুকাস বিকারক কি? এর সাহায্যে কিভাবে 1o, 2o এবং 3o অ্যালকোহল শনাক্ত করবে?

 

 

 

উঃ- লুকাস বিকারক হল গাঢ় HCl ও অনার্দ্র ZnCl2 এর মিশ্রণ।

1o অ্যালকোহলঃ 1o অ্যালকোহলে লুকাস বিকারক যোগ করলে সাধারন উষ্ণতায় কোনো বিক্রিয়া ঘটে না বলে দ্রবনের ঘোলাটে ভাব আসে না।

��3��2��(1�)→সাধারনউষ্ণতাঅনার্দ্র����2/���অ্যালকিলক্লোরাইডউৎপন্নহয়না

2o অ্যালকোহলঃ 2o অ্যালকোহলে লুকাস বিকারক যোগ করলে বিক্রিয়াটি ধীরগতিতে ঘটে এবং ঘোলাটে ভাব আসতে পাঁচ মিনিট সময় লাগে।

(��3)2����(2�)→অনার্দ্র����2/���(��3)2����(অ্যালকিলক্লোরাইড)

3o অ্যালকোহলঃ 3o অ্যালকোহলে লুকাস বিকারক যোগ করলে বিক্রিয়াটি দ্রুতগতিতে ঘটে বলে দ্রবন তৎক্ষণাৎ ঘোলাটে হয়ে যায়।

(��3)3���(3�)→অনার্দ্র����2/���(��3)3���(অ্যালকিলক্লোরাইড)

সুতরাং, কোনো অ্যালকোহলের নমুনায় লুকাস বিকারক যোগ করে ঝাঁকালে যদি দ্রবণটি সঙ্গে সঙ্গে ঘোলাটে হয়ে যায় তাহলে নমুনাটি 3o অ্যালকোহল, যদি দ্রবণটি 5 মিনিটের মধ্যে ঘোলাটে হয়ে যায়, তাহলে নমুনাটি 2o অ্যালকোহল এবং যদি দ্রবণটি স্বচ্ছ থাকে তাহলে নমুনাটি 1o অ্যালকোহল।