লিবারম্যানের নাইট্রোসো পরীক্ষা দ্বারা কোন ধরনের অ্যামিন কীভাবে শনাক্ত করা হয়?

 

 

 

 

 

 

উঃ- লিবারম্যানের নাইট্রোসো পরীক্ষা দ্বারা সেকেন্ডারি অ্যামিনের শনাক্তকরন করা হয়।

লিবারম্যানের নাইট্রোসো পরীক্ষাঃ 1. শীতল অবস্থায় সেকেণ্ডারি (2o) অ্যামিনের নমুনার সঙ্গে লঘু HCl ও সোডিয়াম নাইট্রাইট (NaNO2) দ্রবন মিশিয়ে বিক্রিয়া ঘটালে হলুদ বর্ণের একটি তৈলাক্ত পদার্থ N-নাইট্রোসোঅ্যামিন উৎপন্ন হয়।

2. ওই তৈলাক্ত পদার্থকে পৃথক করে ওর মধ্যে সামান্য পরিমান ফেনল ও কয়েক ফোঁটা গাঢ় H2SO4 যোগ করে উত্তপ্ত করলে মিশ্রণটি সবুজ বর্ণ ধারন করে।

3. মিশ্রণে জল যোগ লঘু করলে দ্রবণটি লাল বর্ণ ধারন করে। আবার, NaOH দ্বারা মিশ্রণটিকে ক্ষারীয় করলে গাঢ় নীল বর্ণের সৃষ্টি হয়।

R2N-H + HO-N=O ⇾ R2N-N=O + H2O