যে পদ্ধতিতে বেশি নমনীয় রাবারকে কম নমনীয় অথচ বেশি প্রসারণশীল রাবারে পরিণত করা হয়, তাকে ভালকানাজেশন প্রক্রিয়া বলে।
নিন্মলিখিত কারণগুলির জন্য রাবারের ভালকানাজেশন করা হয়-
১) রাবারের স্থিতিস্থাপক ধর্ম বৃদ্ধি পায়।
২) রাবার অনেক বেশি ঘর্ষনরোধী ও তাপসহনশীল হয়।
৩) রাবার শক্তিশালী হয় এবং এর টানশক্তি বৃদ্ধি পায়।