ফেনল ও বেঞ্জাইল অ্যালকোহলের মধ্যে পার্থক্য লেখো।

 

 

 

 

 

 

 

উঃ-

ফেনল বেঞ্জাইল অ্যালকোহল
ফেনলের নমুনায় কয়েক ফোঁটা প্রশম
ফেরিক ক্লোরাইড দ্রবন যোগ করলে বেগুনি বর্ণের জটিল যৌগ উৎপন্ন করে।
6C6H5-OH + FeCl3 → [Fe(-O-C6H5)6]3- (বেগুনি)
দ্রবনের বর্ণের কোনো পরিবর্তন হয় না।
ফেনল ব্রোমিন জলের সঙ্গে বিক্রিয়ায় সাদা অধঃক্ষেপ উৎপন্ন করে।
C6H5-OH + 3Br2 + H2O → 2,4,6-ট্রাইব্রোমোফেনল (সাদা)
বেঞ্জাইল অ্যালকোহল ব্রোমিন জলের
সঙ্গে বিক্রিয়ায় সাদা অধঃক্ষেপ উৎপন্ন করে না।