উঃ-
থার্মোপ্লাস্টিক পলিমার | থার্মোসেটিং পলিমার |
যেসব পলিমার তাপের প্রভাবে নমনীয় কিন্তু তাপ অপসারণে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে এবং এই পদ্ধতি যদি পলিমারের ধর্ম অক্ষুণ্ণ রেখে বারবার সম্পন্ন করা যায়, তবে তাদের থার্মোপ্লাস্টিক পলিমার বলে। | যেসব পলিমার তাপের প্রভাবে নমনীয় হয় এবং তাপ অপসারণে পুনরায় শক্ত অবস্থায় ফিরে আসে, কিন্তু দ্বিতীয় বার তাপ প্রয়োগে আর নমনীয় করা যায় না, তাদেরকে থার্মোসেটিং পলিমার বলে। |
এই ধরনের পলিমার দীর্ঘ রৈখিক শৃঙ্খলবিশিষ্ট অণু দ্বারা গঠিত। | এই ধরনের পলিমার শাখাযুক্ত দীর্ঘ শৃঙ্খলবিশিষ্ট অণু দ্বারা গঠিত। |
নমনীয়, কম দৃঢ় ও কম ভঙ্গুর। | দৃঢ়, কঠিন ও ভঙ্গুর প্রকৃতির। |
উপযুক্ত দ্রাবকে দ্রবীভূত হয়। | কোনো দ্রাবকেই দ্রবীভূত হয় না। |
পলিইথিলিন, পলিভিনাইল ক্লোরাইড, পলিস্টাইরিন ইত্যাদি হলো এর ধরনের পলিমারের উদাহরন। | ফেনল-ফর্মালডিহাইড রেজিন, ইপোক্সি রেজিন ইত্যাদি হলো এর ধরনের পলিমারের উদাহরন। |