জৈব বিয়োজনক্ষম পলিমার (Biodegradable polymer) কী ? একটি উদাহরণ দাও।

 

 

 

 

 

 

 

উঃ- যেসব পলিমার মৃত্তিকা পরিবেশে উপস্থিত বিভিন্ন অণুজীব (যেমন- ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি) দ্বারা বিশ্লিষ্ট হয়ে সরল অজৈব অণুতে রূপান্তরিত হয়, তাদের জৈব বিয়োজনক্ষম পলিমার বলে। যেমন- পলিল্যাকটিক অ্যাসিড।