উঃ- পরস্পরের সঙ্গে বিক্রিয়া করবে এমন বহু সংখ্যক দুই বা ততোধিক ভিন্ন প্রকারের মনোমার অণু যে পলিমারাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিমার অণু গঠন করে, তাকে কো-পলিমারাইজেশন বলে। যেমন- স্টাইরিন ও অ্যাক্রাইলোনাইট্রাইলের কো-পলিমারাইজেশনে উৎপন্ন স্টাইরিন-ক্রাইলোনাইট্রাইল।