কোনো অ্যারোমেটিক যৌগে -NH2 গ্রুপের উপস্থিতিতে কীভাবে -NO2 গ্রুপকে শনাক্ত করা যায় ?

 

 

 

 

 

 

উঃ- মুলিকেন বার্কার পরীক্ষা দ্বারা অ্যারোমেটিক যৌগে -NH2 গ্রুপের উপস্থিতিতে -NO2 গ্রুপকে শনাক্ত করা যায়। এই পরীক্ষায় অ্যারোমেটিক যৌগটিকে জিংক, অ্যামোনিয়াম ক্লোরাইড এবং 50% অ্যালকোহল সহযোগে জলগ্রাহে উত্তপ্ত করে মিশ্রণকে টোলেন্স বিকারকের মধ্যে ছাঁকা হয়। ধূসর বা কালো রঙের অধঃক্ষেপ নির্দেশ করে যে জৈব যৌগে নাইট্রো (-NO2) গ্রুপ উপস্থিত।