ইথারে পারক্সাইডের উপস্থিতি কিভাবে প্রমাণ করবে?

 

 

 

 

 

 

উঃ- (1) ইথারের কোনো নমুনায় স্টার্চ মিশ্রিত KI এর জলীয় দ্রবণ যোগ করে ঝাঁকালে যদি দ্রবণটি নীল বর্ণ ধারন করে, তবে বুঝতে হবে ইথারে পারক্সাইড উপস্থিত। (2) ইথারের কোনো নমুনায় সামান্য ফেরাস অ্যামোনিয়াম সালফেট (মোর লবণ) এবং অ্যামোনিয়াম থায়োসায়ানেটের জলীয় দ্রবন মিশিয়ে ভালোভাবে ঝাঁকালে যদি লাল রং উৎপন্ন হয়, তবে বুঝতে হবে ইথারে পারক্সাইড উপস্থিত।